লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বস্তাভর্তি গাঁজা সহ মোঃ আব্দুল মান্নান (৩৬) নামে এক ব্যাক্তিকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টার সময় লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ঘাট এলাকা থেকে আটক করা হয় তাকে। আটক আব্দুল মান্নান ঢাকা কেরানীগঞ্জের বন্দ ডাক পাড়া গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে।.
সে কুমিল্লা থেকে বস্তাভর্তি গাঁজা নিয়ে ভোলা যাওয়ার পথে মজু চৌধুরীর হাট ঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মজু চৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে নৌ-পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে এক বস্তা গাঁজা উদ্ধার করা হয়। .
জিজ্ঞাসাবাদে সে নিজেকে একাধিক জায়গার বাসিন্দা বলে দাবী করেন। নিজেকে সে ভোলার দৌলতখানের চরপাতা নলগড়া বেপারি বাড়ির বাসিন্দা বলে দাবী করেন। বর্তমানে সে কুমিল্লা সদর দক্ষিণ, সোয়াগাজী, রামপুর চৌমুহনী, কাদের মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। তার স্থায়ী ঠিকানা, ঢাকা কেরানীগঞ্জের, বন্দ ডাক পাড়া এলাকায়। .
এবিষয়ে মজু চৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মজু চৌধুরীর হাট ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বস্তাভর্তি গাঁজা সহ আব্দুল মান্নান নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। .
এসময় তাকে জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন এলাকার বাসিন্দা বলে দাবী করে। তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হবে। .
ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব
আপনার মতামত লিখুন: